ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতে বালিয়াকান্দির রায়পুরের ১টি বেকারীর জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৯-২২ ১৫:৪৮:১২
মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত ‘বন্যা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং পঁচা-বাসী ও বিক্রি না হওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত ‘বন্যা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ২২শে সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিস্কুট-পাউরুটি জাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ হাসিবকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস এবং কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেয়া হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করে।             

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ