‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৩শে নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আগামী (৯ই থেকে ১৪ই ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও মেডিকেল অফিসার ডাঃ শায়লা শারমীন বক্তব্য রাখেন।