ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-১১-২৩ ১৮:৩২:০৫

কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৩শে নভেম্বর বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে আগামী আগামী ৯ ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত এ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হবে।

 কালুখালী উপজেলার নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা- আল-মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুতপা কর্মকার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহনেওয়াজ, সাওরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম।

 এ সময় সভায় কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ