ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
রাজবাড়ীতে কাজী ইরাদত আলীর কর্মী সমাবেশ সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১১-২৭ ১৪:১৩:২৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে গতকাল ২৭শে নভেম্বর বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্ত্বরে কর্মী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। 

 সমাবেশে রাজবাড়ী-১ সংসদীয় আসন (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) উপজেলা থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করে। 

 রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম লাল, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক  শেখ মোঃ ওহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম শফি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বক্তব্য রাখেন। কর্মী সভা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ।

 এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 কর্মী সমাবেশে বক্তরা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগকে ১৯৭৫ পরবর্তী সময় থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক ভালো। দলকে গোছাতে তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়াও তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীক ৫বার সংসদ সদস্য বানাতে কাজী ইরাদত আলীর ভূমিকা সবচেয়ে বেশি। এছাড়াও করোনাকালীন সময়ে সব নেতাকর্মীরা যখন ঘর থেকে বের হয়নি তখন কাজী ইরাদত আলী জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে ১৫হাজার মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক সবথেকে ভালো। এবার রাজবাড়ীর সর্বসাধারণের জনগণ চায় কাজী ইরাদত আলীকে রাজবাড়ী-১ আসনের এমপি হিসেবে দেখতে। সে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে জনগণ ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বিজয়ী করতে সর্বদা কাজ করবে।    

রাজবাড়ীতে ১৬ ঘন্টা কারফিউ শিথিল॥জনজীবনে ফিরছে স্বস্তি
টিকিট ফেরতসহ রেলওয়ের ক্ষয়ক্ষতি ২২ কোটি টাকা----রেলপথমন্ত্রী
বসন্তপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা
সর্বশেষ সংবাদ