কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে নভেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা-আল-মামুনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম নাসিম আখতার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) অঞ্জলী রানী প্রামানিক, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।