বালিয়াকান্দি উপজেলায় গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯৪ জন কৃষকদের মাঝে বোরো ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময় প্রত্যেক কৃষককে ৭কেজি বোরো ধান বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও ১ কেজি দস্তা সার বিতরণ করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।