কালুখালী সরকারী কলেজে গত ১৬ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
গত ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় কলেজ ক্যাম্পাস থেকে কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবুল হাসানের নেতৃত্বে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মুন্সি মাহবুবুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মঞ্জুর রহমান মিয়া, আব্দুর রহিম, প্রভাষক রিয়া মোর্শেদ ও আঃ হালিম ফকিরসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রাটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাদপুর বাসষ্ট্যান্ডের বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপস্থিত সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়।