ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দিতে দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৯-২৭ ১৫:০৮:৫২
বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৭শে আগস্ট উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
  বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৭শে আগস্ট সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
  বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক এবং ক্ষেত্র সহকারী রাউফুর মুরসালিন ও সোহাগ সিকদার তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন। 
  উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২০ জন মৎস্য চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ