ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
পাংশায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৯-২৭ ১৫:১২:০৫
পাংশায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে গত শনিবার মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে গত শনিবার দুপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। 
  পৌরশহরের মাগুড়াডাঙ্গী এলাকাস্থ শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
  পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত কুমার চক্রবর্তী। 
  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর প্রমূখ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি কার্তিক সাহা, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, চিত্ত রঞ্জন কুন্ডু, ভজ গোবিন্দ দে, সুব্রত কুমার দে, শিব শংকর চক্রবর্তীসহ পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। 
  তিনি উপস্থিত সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাস।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ