ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশার বারপল্লী মহাশ্মশানে মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১২-২৪ ১৪:১৯:২০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বারপল্লী মহাশ্মশানে ২৭তম বার্ষিকী ২৪প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান গতকাল ২৪শে ডিসেম্বর শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তেজেন্দ্রনাথ মন্ডল জানান, ১৯শে ডিসেম্বর শ্রীশ্রী কালী পূজা, ২০শে ডিসেম্বর রাতে মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং ২১শে ডিসেম্বর থেকে মহানাম সংকীর্তন শুরু হয়। ফরিদপুরের ব্রজ কিশোর সম্প্রদায়, খুলনার জয় পাগল সম্প্রদায়, মাগুরার রাধাশ্রী সম্প্রদায়, মহাম্মদপুরের রাধাকৃষ্ণ সম্প্রদায় ও শ্রীপুরের রুপশ্রী সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায় ও বারপল্লী মিলন সংঘ সম্প্রদায় মহানাম সংকীর্তন পরিবেশন করে।

 মহানাম যজ্ঞানুষ্ঠানে বিপুল সংখ্যক নারী পুরুষ ভক্তবৃন্দের সমাগম হয় এবং তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শেষ দিনে ৬০ মনের অধিক চালের ভাত রান্না করা। জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।

 গতকাল ২৪শে ডিসেম্বর নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, শান্তি আশির্বাদ, মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়েছে। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ