ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গোয়ালন্দে ত্রাণ বিতরণ
  • আবুল হোসেন
  • ২০২০-০৯-২৮ ১৪:০৬:০৮
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৮শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে গোয়ালন্দে দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দস্থ এনজিও কেকেএসের কার্যালয় প্রাঙ্গণে ৫শত দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
  রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ ও গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার জীবন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৭ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, এক লিটার তেল, ১ কেজি লবণ ও আধা কেজি করে সুজি। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ