রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির সুবর্নখোলা গ্রামের স্কুল শিক্ষক আসাদুল বারী খান(৪৫) হত্যা মামলার আসামীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবীতে পাংশা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
পাংশা শহরের থানা রোডে পাংশা উপজেলাবাসীর ব্যানারে গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত স্কুল শিক্ষক আসাদুল বারী খানের স্ত্রী রত্না খাতুন ও কসবামাজাইল ইউপি ছাত্রলীগের নেতা মারুফ খান বক্তব্য রাখেন।
রত্না খাতুন বলেন, কসবামাজাইল ইউপির সন্ত্রাসী বাহিনীর দলনেতা জজ আলী বিশ্বাসসহ অন্যান্যরা মিলে আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ হত্যা মামলার মূল আসামীদের ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু প্রভাবশালী মহল খুনীদের পক্ষ নিয়ে তাদের মুক্ত করতে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে ন্যায় বিচারের প্রতিবন্ধকতার সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আসাদুল হত্যাকারীদের গ্রেফতার করায় রাজবাড়ীর পুলিশ সুপারকে অভিনন্দন জানানোসহ কসবামাজাইল ইউনিয়নের সন্ত্রাসী ও অস্ত্রধারী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য, কশবামাজইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রামে গত ১৩ই মার্চ স্কুল শিক্ষক আসাদুল বারী খান(৪৫) এলাকায় আধিপত্য বিস্তারকারী মোঃ জজ আলী বিশ্বাসের সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে নিহত হয়। ওইদিন সশস্ত্র সন্ত্রাসীরা বেশ কয়েকটি দোকানে হামলা-ভাংচুর-লুটতরাজ ও ১টি বাড়ীতে অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় জজ আলী বিশ্বাস(৬৩), মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার(৪০)সহ ৫১জনের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা মামলা নং-২০, তাং-১৩/৩/২০২০ইং দায়ের হয়। এ মামলায় হত্যা মামলার আসামী জজ আলী বিশ্বাসসহ অন্যান্যরা ওই সময়ে হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়ে এলাকায় অবস্থান করছিল। সম্প্রতি তাদের হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি ও পাংশা থানা পুলিশ গত ২২শে সেপ্টেম্বর দিনগত রাত ১টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে কসবামাজাইল ইউপির সুবর্নখোলা ঈদগাহ ময়দানের মাঠে দক্ষিণ পূর্বকোনে মেহগনি বাগান ঘেরাও করে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরি অস্ত্রসহ ৩৭জন গ্রেফতার করে। অভিযানকালে পুলিশ ২টি ওয়ান শুটার গান, ৩টি কাতুজ, ৯টি চাপাতি, ৬টি হাসুয়া, ৪টি ছোরা, ২টি রামদা, ১টি দা, ১টি ভোজালী, ২টি জিআই পাইপ, ১টি লোহার রড় উদ্ধার করে। এ ঘটনায় পাংশা থানায় পৃথক ২টি মামলা(ডাকাতির প্রস্তুতি মামলা ও অস্ত্র আইনে মামলা) দায়ের হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ মোঃ জজ আলী বিশ্বাস(৬৩), মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার(৪০), মোঃ সোহরাব(৩৫), মোঃ শরিফুল ইসলাম(৩৮), মোঃ ফয়জুর রহমান লাল্টু(৫০), মোঃ রফিকুল ইসলাম(৩৬), মোঃ সহিদুল ইসলাম(২৬), মোঃ মাহাবুবুর রহমান(৪০), মোঃ তৈয়বুর রহমান(৫৫), মোঃ আইয়ুব মোল্লা(৩৫), মোঃ বাবন মোল্লা(২৫), মোঃ পান্না খাঁন(৪০), মোঃ উকিল খাঁন(৩৫), মোঃ আনারুল খাঁন(২৬), মোঃ সেলিম মোল্লা(২৫), মোঃ সোহান মোল্লা(২০), মোঃ সোহাগ হোসেন(২০), মোঃ ফজলুল হক জোয়াদ্দার(৬৫), মোঃ জিল্লু মোল্লা(৪০), মোঃ দিপু জোয়াদ্দার(৩৪), মোঃ আঃ রাজ্জাক জোয়াদ্দার(৪৯), মোঃ লাল চাঁদ জোয়াদ্দার(৫৫), মোঃ মতিন বিশ্বাস(৩০), মোঃ বদিয়ার বিশ্বাস(২৫), মোঃ তুহিন বিশ্বাস(২৫), মোঃ জাকির বিশ্বাস(৩৫), মোঃ মিন্টু মন্ডল(৪০), মোঃ ফরিদ মন্ডল(২৭), মোঃ মাসুদ রানা বাচ্চু(৩৪), মোঃ সাহেব আলী খাঁন(৪২), মোঃ আজিম মন্ডল(৩৩), মোঃ মুক্তি খাঁন(৪৫), মোঃ কামরুল খাঁন(৩৮), মোঃ আকমল মন্ডল(৫৯), মোঃ মামুন বিশ্বাস(৩০), মোঃ জাহিদ খাঁন(২২) ও মোঃ আহসান হাবিব(১৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে জজ আলী বিশ্বাস, মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারসহ ৩৩জন সুবর্নখোলা গ্রামের স্কুল শিক্ষক আসাদুল বারী খান(৪৫) হত্যা মামলার আসামী বলে জানা গেছে।
এর আগে গত ২৫শে সেপ্টেম্বর বিকালে কসবামাজাইল ইউনিয়নের সুবর্নখোলা গ্রামের বাসিন্দারা স্কুল শিক্ষক আসাদুল বারী খান(৪৫) হত্যা মামলায় গ্রেফতারকৃতদের আসামীদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবীতে এলাকায় মিছিল করেছে।