রাজবাড়ী-২ আসনের ৫ম বারেরমত নির্বাচিত সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে গতকাল ৯ই জানুয়ারী সকালে তার পাংশা শহরস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে ফুল দিয়ে তৈরী নৌকা দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।