ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশায় প্রণোদনার ১২ রকমের সবজি বীজ পেলেন ৫শত ক্ষুদ্র-প্রান্তিক কৃষক
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৯-২৯ ১৫:৫৪:৪২
পাংশায় গতকাল মঙ্গলবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার শাক-সবজি বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২০-২১ মৌসুমে শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ১২ রকমের শাক-সবজি বীজ পেয়েছেন ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। 
  গতকাল ২৯শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে শাক-সবজি বীজ বিতরণ উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও নবাগত কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রোকনুজ্জামানসহ কৃষি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 
  পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে প্রণোদনার শাক-সবজি বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 
  অনুষ্ঠানে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকের লালশাক ৫০ গ্রাম, ডাটাশাক ৫০ গ্রাম, কলমিশাক ৫০ গ্রাম, মুলাশাক ১০০ গ্রাম, পালংশাক ১০০ গ্রাম, শসা ৩ গ্রাম, লাউ ৫ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম, শিম ৫০ গ্রাম সর্বমোট ৪৩৫ গ্রাম বীজ বিতরণ করা হয়।

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ