ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
পাংশায় শীতার্তদের মাঝে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের কম্বল বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-২০ ১৩:৫৬:১৯

 রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি গতকাল ২০শে জানুয়ারী সকালে পাংশা শহরস্থ তার নিজ বাড়ীতে আগত অসংখ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

 জানা যায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণের খবর পেয়ে অসংখ্য দরিদ্র নারী-পুরুষ গতকাল শনিবার সকালে রেলপথ মন্ত্রীর বাড়ীতে সমবেত হয়। সকাল ১০টার দিকে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের কম্বল বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

 পরে রেলপথ মন্ত্রীর পক্ষে তার প্রতিনিধিরা উপস্থিত শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন। 

 উল্লেখ্য, প্রতি বছর নিজ বাড়ীতে আগত শীতার্ত লোকজনসহ রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) প্রতিটি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

 

 চট্টগ্রামের আইনজীবি আলিফ হত্যার বিচারের দাবীতে বালিয়াকান্দিতে বিক্ষোভ ও সমাবেশ
গোয়ালন্দে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখলো নারীরা
বালিয়াকান্দি ও কালুখালীতে পেঁয়াজ সংরক্ষণে তৈরি মডেল ঘরে সুফল পাচ্ছেন কৃষকেরা
সর্বশেষ সংবাদ