ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
কিছু পরিবর্তন এসেছে রাজবাড়ী হাসপাতালের চিকিৎসা সেবায়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০২ ১৪:১৮:৪৩

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ও অব্যবস্থাপনা নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন এসেছে। চিকিৎসা সেবার মান কিছুটা হলেও উন্নত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

 গতকাল ২রা ডিসেম্বর সকাল ৯টার দিকে সরেজমিনে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বহিঃবিভাগ ও ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। জরুরী বিভাগে মেডিকেল অফিসার(এমবিবিএস) চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান তার কার্যালয়ে অফিস করছেন। এছাড়াও বহিঃবিভাগে সেবা দেওয়া চিকিৎসকরাও নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে প্রবেশ করেন। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ৯টার আগেই হাসপাতালে এসেছেন।

 হাসপাতালে বহিঃবিভাগসহ জরুরী বিভাগের টিকিটের মূল্য ৫টাকা করা হয়েছে। যা আগে বহিঃবিভাগে নেওয়া হতো ৬টাকা ও জরুরী বিভাগে নেওয়া হতো ১০ টাকা। এছাড়াও হাসপাতালের রোগীদের জন্য দুপুরে বরাদ্দকৃত খাবারের মানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাঙ্গাশ মাছের পরিবর্তে কার্প জাতীয় মাছ সরবরাহ করা হচ্ছে।

 রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ৩৯ জন চিকিৎসকের পদ থাকলেও অধিকাংশ পদ ফাঁকা রয়েছে। ৩৯ জন চিকিৎসকের পদের বিপরীতে ডেন্টাল সার্জনসহ ২৪ জন চিকিৎসক রয়েছেন। শূন্য পদ রয়েছে ১৫টি। এর মধ্যে একজন করে সিনিয়র কনসালটেন্ট(শিশু), সিনিয়র কনসালটেন্ট(গাইনী), সিনিয়র কনসালটেন্ট (সার্জারী), সিনিয়র কনসালটেন্ট(চর্ম ও যৌন), সিনিয়র কনসালটেন্ট(ফরেনসিক মেডিসিন), সিনিয়র কনসালটেন্ট(ইএনটি), সিনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট(রেডিওলজি), জুনিয়র কনসালটেন্ট(কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট(প্যাথলজি), আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জনের ৩টি পদ খালি রয়েছে। 

 পুরুষ(মেডিসিন) ওয়ার্ডে ভর্তি থাকা রোগী শরিফুল হক বলেন, আমি গত দুই দিন ধরে সদর হাসপাতালে ভর্তি রয়েছি। ডাক্তাররা সঠিক সময়ে এসে ওয়ার্ডে ভিজিট করে যাচ্ছেন। আর দুপুরের খাবারে এখন পর্যন্ত পাঙ্গাশ মাছ পাইনি।

 মহিলা ওয়ার্ডে ভর্তি রোগী সুচিত্রা বিশ্বাস বলেন, হাসপাতালটা আগের থেকে গোছানো মনে হচ্ছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করছে ক্লিনাররা। চিকিৎসকরাও ওয়ার্ডে এসে রাউন্ড দিয়ে যাচ্ছেন। আমি গত ৩দিন যাবত মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছি।

 নাম প্রকাশ না করার শর্তে জেলা সদর হাসপাতালের এক কর্মচারী বলেন, কিছু দিন আগেও হাসপাতালে অব্যবস্থাপনা ছিলো। চিকিৎসকরা সময়মত আসতো না। রোগীদের খাবারের নিম্নমান ছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের পর হাসপাতালে তদন্ত কমিটি এসেছিল। সবকিছু পর্যালোচনা করে গেছে। তদন্তের ওই সময়ে তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান এক সপ্তাহের ছুটিতে ছিলেন। ছুটি শেষে তিনি যোগদান করেছেন এবং নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে কঠোর হওয়ায় হাসপাতালে সবকিছুতেই পরিবর্তন এসেছে। এরপর থেকেই হাসপাতাল একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে এসেছে। আমরাও এটি চাই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকুক হাসপাতাল। রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাক।

 রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আমি এক সপ্তাহের ছুটি শেষ করে নিয়মিত অফিস করছি। সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত সঠিক সময়ে হাসপাতালে আসছে। সেবার মান আগের থেকে বেড়েছে। আমরা চেষ্টা করছি রাজবাড়ীবাসীকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার। চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যু, অব্যবস্থাপনা ও অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি তদন্ত করে গেছে। আমি ছুটি শেষ করে আবার নিয়মিত অফিস করছি। 

 তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসকদের কিছু পদ শূন্য রয়েছে। আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

 উল্লেখ্য, চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু এবং হাসপাতালের অন্যান্য অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত ১৪ই নভেম্বর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর অভিযোগ করে।

 অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গত ১৯শে নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে সরেজমিনে এসে তদন্ত কমিটির আহবায়ক ও ফরিদপুর মেডিকেল কলেজের উপ-পরিচালক ডাঃ দীপক কুমার বিশ্বাস, ফরিদপুর জেলার সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমকে ও ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আতিকুল আহসানকে তদন্ত সম্পন্ন করেন। তবে এ খবর লেখা পর্যন্ত তদন্ত রিপোর্ট জানা যায়নি।

 
প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ