ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভানুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-৩০ ১৫:২৪:১২
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গতকাল ৩০শে সেপ্টেম্বর রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ফজলুল করিম। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, কন্যা শিশুদের ছেলে শিশুদের থেকে আলাদা করে দেখা উচিত নয়। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়তে পারলেও অবজ্ঞা, বঞ্চনা ও বৈষম্যমূলক মনোভাবের কারণে নারীরা পিছিয়ে পড়েছে। তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্য দূরীকরণে সকলকে এগিয়ে আসতে হবে। 

শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে রাজবাড়ী জেলা প্রশাসকের কম্বল বিতরণ অব্যাহত
মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ