বালিয়াকান্দি উপজেলাতে গতকাল ২৪শে জানুয়ারী দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা প্রমূখ। বিজ্ঞান মেলায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।