ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দে মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-২৬ ১৪:০৬:৫৩

 গোয়ালন্দে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে গতকাল ২৬শে জানুয়ারী বিকাল সাড়ে ৪টায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টে খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।

 টুর্নামেন্টের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের উপদেষ্টা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি নাসির উদ্দিন রনি। 

 উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, সহ-সভাপতি জিয়াউল হাসান জিয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতি, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম হালিমসহ খেলোয়াড় ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

 জানা গেছে, উদ্বোধনী খেলায় সামসু মন্ডলের বাজার ৫ রানে ইয়াং টাইগারসকে পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। উদ্বোধনী খেলায় বিজয়ী দলের সুলতান মাহমুদ সবুজ ব্যক্তিগত ২৪ বলে ৩৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যাচের ধারা ভাষ্য দেন প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক শফিক মন্ডল। উদ্বোধনের প্রথম দিন ৮ দলের মধ্যে নকআউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হয়। 

 মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জোবায়ের হোসেন বাকী জানান, টুর্নামেন্টের আয়োজনের বড় চমক হচ্ছে গোয়ালন্দে এই প্রথম ৮টি দল নিলামের মাধ্যমে তাদের পছন্দের খেলোয়াড় দলে নেন। এই টুর্নামেন্টটি আমার নানার নামে এ বছর শুরু করলাম। আশাকরি এ টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই আয়োজন করবো।

 উল্লেখ্য যে, আগামীকাল বিজয়ী ৪দলে মধ্যে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 
পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ