রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় গত ৩০শে জানুয়ারী বেলা ১১টার দিকে ৪নম্বর ওয়ার্ডের পৌর ঈদগাহ ময়দান মাঠ চত্বরে এলজিইডি’র অধীনে (আইইউজিআইপি) প্রকল্পের আওতায় ৮ কোটি ৬৯ লক্ষ ৩০ হাজার টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
এ সময় গোয়ালন্দ পৌরসভার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান, পৌর সচিব মোঃ রুহুল আমিন, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ আয়ুব আলী সরদার, সাবেক অধ্যক্ষ কে মোহিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, নাসির উদ্দিন রনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়াসহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, এলজিইডি’র অধীনে (আইইউজিআইপি) পকল্পের আওতায় ৮কোটি ৬৯লক্ষ ৩০হাজার টাকা ব্যয়ে পৌর শহরের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট, ড্রেন, সড়কের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের সহযোগিতায় এই গোয়ালন্দ পৌর শহরকে একটি মডেল শহর করতে চাই। সে জন্য সকলের সহযোগিতার প্রয়োজন।
গোয়ালন্দ পৌরসভার বাস্তবায়নে ও এডিবি ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করবে মেসার্স গ্রিন কনস্ট্রাকশন ও আজম কনস্ট্রাকশন লিমিটেড।