ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
বালিয়াকান্দিতে সিআইজি কৃষকদের কাছে সরকারী ভর্তুকির কৃষি যন্ত্রপাতি হস্তান্তর
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-০১ ১৫:০৫:৫৫
বালিয়াকান্দি উপজেলায় গতকাল ১লা অক্টোবর দুপুরে সিআইজি দলভুক্ত কৃষকদের কাছে সরকারী ভর্তুকির কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সিআইজি দলভুক্ত কৃষকদের কাছে সরকারী ভর্তুকির কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।
  বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষি যন্ত্রপাতিগুলা (৩টি পাওয়ার টিলার ও ১টি ধান-গম কাটার মেশিন) হস্তান্তর করা হয়। 
  এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, হস্তান্তরকৃত কৃষি যন্ত্রপাতিগুলো বাবদ সিআইজি দলভুক্ত কৃষকদের মোট মূল্যের ৩০% হিসেবে ৫ লক্ষ ৫৩ হাজার ৫শত টাকা দিতে হয়েছে। অবশিষ্ট ৭০% অর্থ সরকার ভর্তুকি দিয়েছে। 

 

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ