ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বালিয়াকান্দি বাজারের দুইটি দোকানকে ভোক্তার জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-০৬ ১৪:২২:১১

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে গতকাল ৬ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুরে একটি বেকারী ও বহরপুর বাজারের ফার্মেসী ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 গতকাল ৬ই ফেব্রুয়ারী এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। 

 জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার সোনাপুরের ত্রিলোচনপুর গ্রামের মেহেদী বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ১০হাজার টাকা ও বহরপুর বাজারস্থ বন্ধন মেডিকেল হলকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১০হাজার টাকা জরিমানা করা হয়। 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ