ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে অনলাইনে পাঠদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-০৩ ১৫:০৪:৪১
বালিয়াকান্দি উপজেলায় অনলাইন পাঠদান কর্মসূচী বিষয়ে গতকাল ৩রা অক্টোবর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ অনলাইনে পাঠদানের সেরা শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অনলাইন পাঠদান কর্মসূচী সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ৩রা অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 
  বালিয়াকান্দি উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)  সরকার আব্দুল্লাহ আল মামুন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বহরপুর কলেজের অধ্যক্ষ অহিদুল হক, বালিয়াকান্দি সরকারী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, বালিয়াকান্দি  মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মুরাদুল ইসলাম ও ইসলামপুর স্বাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সোহেল মিয়া। এ সময় বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এ বছর করোনা মহামারীর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারীভাবে বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার কথা ভেবে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে। অভিভাবকদের সাথে সমন্বয় করে এই শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। 
  মতবিনিময় সভার শেষে অনলাইনে পাঠদানের সেরা শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 
  এরপর জেলা প্রশাসক দিলসাদ বেগম বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত সদ্য স্থাপিত ‘উপজেলা লাইব্রেরী’র উদ্বোধন করেন।  

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ