ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীর গান্ধিমারায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৫-১৬ ১৬:১৫:০০

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন গান্ধিমারায় হাইওয়ে থানার সন্নিকটে ট্রাকের ধাক্কায় এমরান শেখ(২৯) নামে ১জন অটোরিক্সা চালক নিহত হয়েছে। 
  গতকাল ১৬ই মে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিক্রির চর চাঁদপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
  পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনা কবলিত অটোরিক্সা ও ট্রাক ২টিই কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। গান্ধিমারা এলাকায় ট্রাকটি অটোরিক্সাটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে অটোরিক্সার চালক এমরান শেখ ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ