রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন গান্ধিমারায় হাইওয়ে থানার সন্নিকটে ট্রাকের ধাক্কায় এমরান শেখ(২৯) নামে ১জন অটোরিক্সা চালক নিহত হয়েছে।
গতকাল ১৬ই মে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিক্রির চর চাঁদপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনা কবলিত অটোরিক্সা ও ট্রাক ২টিই কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। গান্ধিমারা এলাকায় ট্রাকটি অটোরিক্সাটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে অটোরিক্সার চালক এমরান শেখ ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।