রাজবাড়ী জেলার কালুখালীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বেলা ১২টায় উপজেলার মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালুখালী উপজেলা শাখার সভাপতি রাম প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক মানিক কুমার দাস, কালুখালী পূজা উদযাপণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস, সহ-সভাপতি অসিত কুমার রাহা, সুবল কুমার দাস, জগন্নাথ কুমার দত্ত, অশোক কুমার প্রামানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র জোয়ার্দ্দার ও কোষাধ্যক্ষ অজয় কুমার দত্ত প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে একই স্থানে কালুখালী পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা ভালো রয়েছে। আশা করি পূজা উদযাপনে আমাদের কোথাও কোনো সমস্যা হবে না। অনাকাঙ্খিত ভাবে কোনো ঘটনা ঘটলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।