ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশা উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-২৭ ১৪:৩০:২৬

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকালে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান, পিআইও মোঃ আসলাম হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা এস.এম মাজেদুল ইসলাম।

 বক্তারা স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 অনুষ্ঠানে পরিসংখ্যান দপ্তরের জে.এস.এ মনোজিৎ দাস, অবসরপ্রাপ্ত জে.এস.এ একিউএম মহীউদ্দিন ও মোঃ আতাউর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ