‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিথি হিসেবে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ রাকিবুল হাসান পিয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুইঁয়া বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(স্থানীয় সরকার শাখা) অংকন পালের সঞ্চালনায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী জোনায়েদ হোসেন খান, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব শেখ, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদারসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খানসহ বক্তাগণ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও ভবিষ্যতে স্থানীয় সরকার বিভাগকে আরো বেশী গতিশীল ভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।