ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশায় মাগুড়াডাঙ্গী আঃ মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৩-০৪ ১৪:২৮:৫৫

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ মাগুড়াডাঙ্গী আঃ মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বনভোজন-২০২৪ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

 কাজী আসকার দানীয়েল সিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার ও রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপ জান নেছা। উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ খানম সুমি ও শিউলি রানী চন্দ্র।

 অনুষ্ঠানে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, পাংশা উপজেলা শিক্ষা অফিসার কেএম নজরুল ইসলাম, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খোন্দকার মাহাবুব হোসেন রিপন, পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফিরাজা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসাইন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত হোসেন, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ডাঃ আসজাদ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ নাজমুস সাকিব মেহেদী, মাগুড়াডাঙ্গী আঃ মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ