ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কালুখালীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • মনির হোসেন
  • ২০২০-১০-০৫ ১৫:১৩:০২
ইসলামিক ফাউন্ডেশনের কালুখালী উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর সকালে উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

ইসলামিক ফাউন্ডেশনের কালুখালী উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৫ই অক্টোবর সকালে উপজেলা পরিষদের রিসোর্স সেন্টারে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য সংখ্যা বৃদ্ধি ও চাঁদা আদায়ের লক্ষ্যে উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

  ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল গণি, উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন ও কালুখালী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি আখের আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

 

  অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের কালুখালী উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমান। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ