ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-০৬ ১৪:১৮:৪৩
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’-প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৬ই অক্টোবর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নবাবপুর ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুজ্জমান ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ ইউপি সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ