ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে উপজেলায় ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৩-১৯ ১৬:০৭:০৬
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা গতকাল ১৯শে মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন -মাতৃকণ্ঠ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১৯শে মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলা হতে ৩৫জন বালক অংশগ্রহণ করে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম দুলাল ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ