ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
  • মনির হোসেন
  • ২০২০-১০-০৬ ১৪:২২:১০
জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর র‌্যালী অনুষ্ঠিত হয় মাতৃকণ্ঠ -মাতৃকণ্ঠ।

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনা(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সচিব ও ডিজিটাল উদ্যোক্তাগণ এই র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ