রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে গতকাল ৬ই অক্টোবর দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১বান্ডিল করে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।