চলতি মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিবেচনায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল ২৫শে মার্চ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জি.এম আবুল কালাম, পিপিএম-সেবা তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত করে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।