ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-০২ ১৬:২১:০৫

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২রা এপ্রিল বেলা সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হোসেন সফি, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, নৃত্য শিল্পী আব্দুর সাত্তার কালু ও লেডিস ক্লাবের সদস্য মীর মাহফুজা খাতুন মলি বক্তব্য রাখেন।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহার সঞ্চালনায় সভায় নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়েত মোঃ ফেরদৌস, জেলা সুপার মোঃ আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার পাল, জেলা সিপিবির সভাপতি আব্দুস ছামাদ মিয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 সভায় জানানো হয়, সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে এসে শেষ হবে। মঙ্গল শোভাযাত্রায় সকল সাংস্কৃতিক সংগঠন সহ সকলস্তরের মানুষ অংশগ্রহণ করবে। মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও অফিসার্স ক্লাবে বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও মেলার আয়োজন হবে।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রত্যকটা জাতি তাদের নববর্ষ পালন করে। আমরা বাঙালি জাতি বাংলা নববর্ষ আমাদের কৃষ্টি-কালচার সংস্কৃতি এটা আমাদের ঐতিহ্য। বাংলা নববর্ষ পালনের সাথে ধর্মের কোনো বিরোধ নাই। চায়নারা তাদের নববর্ষ পালন করে। আরবরা হিজরী নববর্ষ পালন করে। এমনই প্রতিটা জাতি তাদের নববর্ষ পালন করে। আমরা বাঙালি জাতি আমাদের বাংলা নববর্ষ পালন করবো তবে সেটি শালীনতার সাথে। নববর্ষের সাথে ধর্মের কোনো বিরোধ নেই। যার যার ধর্ম সে পালন করবে। নববর্ষ হচ্ছে একটি জাতির কৃষ্টি-কালচার সংস্কৃতি। আমরা যারা বিভিন্ন জন বিভিন্ন ধর্ম পালন করি, তাদের ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে। কিন্তু বাংলা নববর্ষ বাঙালী জাতির সার্বজনীন উৎসব।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ