পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদে গতকাল ৮ই এপ্রিল অসহায়, দুঃস্থ ১৭১০জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার এ চাল বিতরণ করেন।
জানা গেছে, ইউনিয়নের ১৭১০জনের প্রত্যেকে ১০ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুর গফুর, ইউপি সচিব মোঃ আব্দুস সাত্তার মোল্যা, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আমিনুল হকসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।