মানবতার সেবায় ‘আমরা সনাতনী যুবক’ সংগঠনের উদ্যোগে গতকাল ৮ই এপ্রিল বিকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকার বেদে পল্লীর ২৮টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেক প্যাকেটে দুই কেজি চিনি গুড়া চাউল, আধা কেজি মুগ ডাউল, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি আলু, আধা কেজি পেয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধ ও লবণ বিতরণ করা হয়। এছাড়া একই দিনে বাজারে থাকা অসহায় ৬০ জন মানুষের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে আমরা সনাতনী যুবক সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বক্তব্য রাখেন। এসময় সমন্বয়ক রাজেশ মন্ডল, সমর কর্মকার, সুমন দাশ, রতন দাশ, আকাশ দাশ, অনিক দাশ, নিশান সাহা, প্রশান সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।