রাজবাড়ী জেলার কালুখালীতে রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনে গতকাল ৯ই অক্টোবর সন্ধ্যায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেন রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগ।
রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা যুবলীগের আহ্বয়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুবলীগের সদস্য জামির হোসেন জয়, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল, আশরাফুল ইসলাম ও কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভা স ালনা করেন রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপুল।
সভায় রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটি গঠনের বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন বক্তাগণ।