ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
আন্তর্জাতিক নৃত্য দিবসে রাজবাড়ীতে নৃত্যানুষ্ঠান
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-২৯ ১৮:১১:১৭

‘বিশ্বনাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে গত ২৯শে এপ্রিল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে আলোচনা সভা ও নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
 রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা জেলা শাখা যৌথভাবে এ আয়োজন করে। 
 রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা শিল্পকলার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য সাংবাদিক এম দেলোয়ার হোসেন, শিল্পকলার আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মওলা, শিল্পকলার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ীর বিভিন্ন নৃত্য সংগঠনের সংগঠকগণসহ নৃত্য শিল্পীগণ ও  আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
 বক্তাগণ রাজবাড়ী জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দিক ও নৃত্য শিল্পীদের আরো উন্নত চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উপযোগী করে গড়ে তোলা যায় তার উপর গুরুত্বারোপ করেন।
 আন্তর্জাতিক নৃত্য দিবসের অনুষ্ঠানে ১৪টি গ্রুপে ৬০জন শিল্পী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
একই জমি দুইবার বিক্রির অভিযোগে প্রতারক মজিবরের বিরুদ্ধে আদালতে মামলা॥সমন জারি
অর্থনৈতিক শুমারির ২দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
সর্বশেষ সংবাদ