ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দের চর বালিয়াকান্দিতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার
  • আবুল হোসেন
  • ২০২০-১০-১০ ১৪:৩১:১৫
গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল ১০ই অক্টোবর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ অভিযুক্ত ধর্ষক সাব্বির শেখকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণের অভিযোগে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গতকাল ১০ই অক্টোবর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। 
  পুলিশ অভিযুক্ত ধর্ষক সাব্বির শেখ (১৮)কে গ্রেফতার করেছে। সে ছোট ভাকলা ইউনিয়নের স্বরূপারচর গ্রামের ছালাম শেখের ছেলে। 
  মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাব্বির শেখ ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর আগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মেলামেশা করতে থাকে। গত ২৪শে জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই স্কুল ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে আগেও সে একাধিকবার ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে। 
  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড এবং অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানোর জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ