ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৫-১১ ১৫:০৫:৩০

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন(২য় ধাপে) উপলক্ষ্যে গতকাল ১১ই মে সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হল রুমে নির্বাচনের সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন।

 এ সময় তিনি বলেন, আগামী ২১শে মে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

 জানা গেছে, এ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪১ জন প্রিজাইডিং, ২৩০ জন সহকারী প্রিজাইডিং ও ৪৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও গোয়ালন্দ উপজেলার মোট ভোটার রয়েছে ১ লক্ষ ১ হাজার ১৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫১ হাজার ৭১২ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৪৩১ জন।

 আগামী ১৬ই মে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে ৪১ জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ