ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১১ ১৬:৪৫:৩২

জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা) নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর এবং সমমানের ছাত্র/ছাত্রীদের অনলাইন/সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

  উক্ত রচনা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে নবম ও দশম শ্রেণীর প্রতিযোগীদের সর্বোচ্চ ৭০০ এবং ‘খ’ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রতিযোগীদের সর্বোচ্চ ১২০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে। অনলাইনে অংশগ্রহণ করা সম্ভব না হলে শিক্ষার্থীরা হাতে লিখে স্ব-স্ব বিদ্যালয়ে জমা প্রদান করবে। প্রতিষ্ঠান প্রধানগণ সংগৃহীত রচনাবলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিতে পারবে। উপজেলা নির্বাহী অফিসারগণ সংগৃহীত রচনাবলী জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন।

  রাজবাড়ী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসার নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর এবং সমমানের ছাত্র-ছাত্রীদের ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শিরোনামের রচনা প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ অথবা সম্ভব না হলে হাতে লিখে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট আগামী ১৮ই অক্টোবরের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

 
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ