দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন কর্মসূচী পালিত করেছে উপজেলা মহিলা পরিষদ ও উদীচী শিল্পী গোষ্ঠী।
গতকাল ১২ই অক্টোবর বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এস.এম দাউদ খান, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি সোলেমান মোল্লা দলু, সাধারণ সম্পাদক সামছুল আলম বিশ^াস, বালিয়াকান্দি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক বাসন্তী স্যান্যাল, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমীর আলী মুন্সি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।