রাজবাড়ী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের আয়োজনে জেলার প্রশিক্ষিত ইমামদের ৫দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স শুরু হয়েছে। গতকাল ১২ই অক্টোবর বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম (বার), অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন, ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইমামগণ উপস্থিত ছিলেন ।