আগামী ১লা জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮শে মে দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মী ও বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১লা জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫শত শিশুকে ১ লাখ ইইউ(ইন্টারন্যাশনাল ইউনিট) ক্ষমতা সম্পূর্ণ ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ১৪ হাজার ২শত শিশুকে ২লাখ ইইউ ক্ষমতা সম্পূর্ণ ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। হাসপাতালের স্থায়ী কেন্দ্রসহ ওইদিন সর্বমোট ৯৯টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।