গোয়ালন্দ উপজেলায় গতকাল ১লা জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ইপিআই কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে গোয়ালন্দ উপজেলায় মোট ৯৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। এর মধ্যে দৌলতদিয়া যৌনপল্লী ও ভাসমান শিশুদের জন্য একটা ক্যাম্প করা হয়েছে।
এছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
তিনি আরো জানান, ভিটামিন ‘এ’ প্লাস দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই সকলকে এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান তিনি।