গোয়ালন্দে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গতকাল ৮ই জুন সকাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছাঃ মোরশেদা খাতুন।
সকাল ১০টায় প্রায় তিন শতাধিক নারী পুরুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানা অফিসার্স ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা উপস্থিত ছিলেন।