ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে হাবিবুর রহমান বিজয়ী
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-২৬ ১৫:১৪:৩৮

শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে গতকাল ২৬শে জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোঃ হাবিবুর রহমান হবি(উটপাখি) প্রতীকে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

 তার প্রতিদ্বন্দ্বী গোবিন্দ দত্ত পাঞ্জাবি প্রতীকে ৪৫৬ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ১৮৮।

 প্রিজাইডিং অফিসার ও পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী জানান, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ইভিএম পদ্ধতিতে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ২হাজার ৫৯৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১শ’ ভোটার ভোট প্রদান করেন।

 উল্লেখ্য, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর গোবিন্দ কুন্ডুর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ