রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২৭শে জুন বিকালে কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ অলিউজ্জামান চৌধুরী টিটু, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাধারণ সম্পাদক নির্মল কুমার শাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম জিন্নাহ, ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, ইউসুফ হোসেন দিনু, মোঃ মাসুদ মন্ডল, সৈয়দ আহমেদ খোকন, আঃ রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ই মে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গত ২৪শে জুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।