ঢাকা বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
রাজবাড়ী জেলার ডিজিটাল জনশুমারি রিপোর্ট : জনসংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ৮১৮ জন॥পুরুষের চেয়ে নারী বেশী
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-২৭ ১৫:৩৪:১৯

রাজবাড়ীতে প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করেছে জেলা পরিসংখ্যান ব্যুরো। 

 এ উপলক্ষ্যে গতকাল ২৭ শে জুন বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় এ রিপোর্ট ও ২০২২ এর শুমারির মোড়ক উন্মোচন করা হয়।

 জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর রিপোর্ট থেকে জানা গেছে, রাজবাড়ী জেলায় ৫টি উপজেলা, ৩টি পৌরসভা, পৌরসভার ২৭টি ওয়ার্ড, ইউনিয়ন ৪২টি, মৌজা ৮৩৫টি, গ্রাম ৯৫৬টি ও মহল্লা রয়েছে ৯৭টি। জেলার মোট আয়তন ১১১৮ বর্গ কিলোমিটার। 

 জেলার মোট জনসংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ৮১৮ জন। এর মধ্যে পল্লীতে বসবাস করে ১০ লাখ ১০ হাজার ২৭ জন ও শহরে বসবাস করে ১ লাখ ৭৯ হাজার ৭৯১ জন। রাজবাড়ী জেলার মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১২৩ জন, নারীর সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬২০ জন ও তৃতীয় লিঙ্গের সংখ্যা ৭৫ জন। জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১.১ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের ১০৬৩ জন। জেলায় মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৩হাজার ৩২৪ জন। জেলায় গড় স্বাক্ষরতার হার ৬৯ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে পুরুষের স্বাক্ষরতার হার ৭০.৭০ শতাংশ ও নারীর স্বাক্ষরতার হার ৭৮.২৭ শতাংশ। গ্রামে স্বাক্ষরতার হার ৬৭.৯৭ ও শহরে ৭৭.৯৫ শতাংশ। জেলায় অক্ষমতার হার ১.৪৪ শতাংশ। এর মধ্যে গ্রামে ১.৪৮ শতাংশ ও শহরে ১.২২ শতাংশ।

 ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, জেলার মোট জনসংখ্যার মধ্যে বালিয়াকান্দিতে ২ লাখ ৩০ হাজার ৩১ জন, গোয়ালন্দ উপজেলায় ১ লাখ ২৮ হাজার ৭৯৬ জন, কালুখালী উপজেলা ১ লাখ ৭২ হাজার ৩৪৭ জন, পাংশা উপজেলায় ২ লাখ ৭৪ হাজার ১১০ জন ও রাজবাড়ী সদরে ৩ লাখ ৮৪ হাজার ৫৩৫ জন লোক বসবাস করে। 

 জেলায় মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৬৭৭ জন, হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৬৯ জন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ১৬৩ জন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ৩৫ জন ও অন্যান্য ৩৭৪ জন।

 জেলায় মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা(১৫ বছর ও তদূর্ধ্ব) ৬৪.৮৪ শতাংশ। এর মধ্যে পুরুষ ৮২.৫৮ শতাংশ ও নারী ৪৮.৫১ শতাংশ। জেলায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা(১৫ বছর ও তদূর্ধ্ব) ৩০.৩৯ শতাংশ। এর মধ্যে পুরুষ ৪০.১৮ শতাংশ  ও নারী ২১.২৭ শতাংশ।

 কাজের ক্ষেত্রে(১০ বছর ও তদূর্ধ্ব) জেলার ৫১.১৪ শতাংশ মানুষ কৃষি কাজে নিয়োজিত, শিল্পকাজে নিয়োজিত ১০.০৭ শতাংশ ও সেবামূলক কাজে নিয়োজিত ৩৮.৭৯ শতাংশ মানুষ।

 জেলায় ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্টধারী সংখ্যা (১৫ বছর ও তদূর্ধ্ব) ২৫.৯৭ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩১.২১ শতাংশ ও নারীর রয়েছে ২১.১৫ শতাংশ। জেলায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারীর সংখ্যা(১৫ বছর ও তদূর্ধ্ব) ৩৭.৬১ শতাংশ। এর মধ্যে পুরুষ ২৪.৫৮ শতাংশ ও নারী ৫১.৭৭ শতাংশ।

 জেলায় মোট পরিবারের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ২১৬। এর মধ্যে গ্রামে রয়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৮১ টি ও শহরে রয়েছে ৪৫ হাজার ৩৩৫ টি। পরিবারের সংখ্যা বেড়েছে ৩.১৯ শতাংশ।

 শিক্ষা ক্ষেত্রে (৫ বছর ও তদূর্ধ্ব) সাধারণ শিক্ষায় ৯১.২৮ শতাংশ, কারিগরি ও ভকেশনাল ০.৮৮ শতাংশ, ধর্মীয় ৪.২৫ শতাংশ এবং অন্যান্য ৩.৫৯ শতাংশ।

 জেলায় (১০ বছর ও তদূর্ধ্ব) চাকরী পেশায় নিয়োজিত ৩৫.৬১ শতাংশ, গৃহস্থালির কাজে নিয়োজিত ৩৫.১৩ শতাংশ, বর্তমানে চাকরী খুঁজছে ১.৬২ শতাংশ ও কোন কাজ করছে না ২৭.৬৪ শতাংশ মানুষ।

 জেলায় বাসগৃহের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ১১টি। এর মধ্যে গ্রামে ২ লাখ ৬৭ হাজার ৯৭৯ টি ও শহরে ৪৩ হাজার ৪২টি। জেলায় সাধারণ বাড়ীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৩৪টি ও প্রাতিষ্ঠানিক বাড়ীর সংখ্যা ৩০৯ টি ও অন্যান্য ১ হাজার ৭৭৪টি। জেলায় পাকা বাড়ীর সংখ্যা ৯.৫৪ শতাংশ, সেমি পাকা বাড়ীর সংখ্যা ১৬.০২ শতাংশ, কাঁচা বাড়ীর সংখ্যা ৭৪.০৬ শতাংশ ও ঝুঁপড়ি বাড়ীর সংখ্যা ০.৩৭ শতাংশ।

 জেলায় বিদ্যুৎ সুবিধার ক্ষেত্রে জাতীয় গ্রিড থেকে আসে ৯৮.৯৭ শতাংশ, সোলার থেকে ০.১৮ শতাংশ ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ০.৬১ শতাংশ এলাকা।

 রাজবাড়ী জেলার ৯৭.৯৮ শতাংশ মানুষ খাবার পানি হিসেবে টিউবওয়েল ব্যবহার করে। সাপ্লাই পানি ব্যবহার করে ১.৭১ শতাংশ, বোতলজাত পানি ব্যবহার করে ০.১৪, পুকুর/নদী/লেক এর পানি ব্যবহার করে ০.০৬ শতাংশ, কূপ থেকে ব্যবহার করে ০.০২ শতাংশ ও অন্যান্য উৎস থেকে ব্যবহার হয় ০.০৮ শতাংশ। রাজবাড়ী জেলায় ৪৯.৬০ শতাংশ টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করে/পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন করে। কাঁচা বা খোলা পায়খানা ব্যবহারকারীর সংখ্যা ৩.৬৩ শতাংশ। জেলায় ২৮.৬২ শতাংশ মানুষ টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করে/পানি ঢেলে অনিরাপদ নিষ্কাশন করে। এছাড়াও খোলা জায়গায় টয়লেট রয়েছে ০.৫০ শতাংশ।

 জেলায় বিবাহিতর পুরুষের সংখ্যা ৬৬.২৬ শতাংশ ও নারীর সংখ্যা ৬৯.৯০ শতাংশ, অবিবাহিত পুরুষের সংখ্যা ৩২.৩৬ শতাংশ ও নারীর সংখ্যা ১৯.৭৪ শতাংশ, বিধবা পুরুষের সংখ্যা ০.৯৭ শতাংশ ও নারীর সংখ্যা ৯.৩৭ শতাংশ, ডিভোর্সির পুরুষের সংখ্যা ০.১৮ শতাংশ ও নারীর সংখ্যা ০.৫১ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন পুরুষের সংখ্যা ০.৪৭ শতাংশ ও নারীর সংখ্যা ০.৪৭ শতাংশ। জেলায় প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৯৫.৮০ জন। শিশু ও নারীর অনুপাত ৩২৮.৫৯ শতাংশ ও নির্ভরশীলতার অনুপাত ৫৪.৫২ শতাংশ।

 জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্বার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান বক্তব্য দেন।

 অন্যান্যের মধ্যে জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলীফ নূর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম।

 পরিসংখ্যান সহকারী বিপ্লব কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ রেজাউল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ী জেলা কারাগারের জেলার শাহ শরীফ, রাজবাড়ী বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশল মোঃ আশরাফুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের এই অনুষ্ঠানে যে প্রতিবেদন প্রকাশ করেছেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে রিপোর্টটি প্রকাশ করেছেন তা অত্যন্ত চমৎকার হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব,স্বাক্ষরতার হার, শিক্ষার হারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আমরা জানি যে ২০৩০ মধ্যে আমাদের এসডিজি অর্জন করতে হবে।এই এসডিজি অর্জনের জন্য অন্যতম এক নিয়ামক হচ্ছে ডেটা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য উন্নয়নের যে রূপরেখা রয়েছে বা প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে তার জন্য তথ্য নির্ভর ডেটা লাগবে। সেটাই আমাদের পরিসংখ্যান বিভাগ করেছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টার উদাহরণ প্রযুক্তি নির্ভর জনশুমারি এবং গৃহগণনা।

 পরিসংখ্যান ব্যুরো যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে তা রাজবাড়ী জেলার বিভিন্ন উন্নয়নে কাজে লাগবে। বিশেষ করে স্যানিটেশন, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। রাজবাড়ীতে এখনো ০. দশমিক ৫০ শতাংশ মানুষ খোলা টয়লেট ব্যবহার করেন। এটিকে কিভাবে শূন্যে নামিয়ে আনা যায় তা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল কাজ করবে।

 তিনি আরও বলেন, আমি যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছি এটা শুধু আমার অর্জন না এটা সকলের অর্জন। এই অর্জন টিম রাজবাড়ীর। সকলের সার্বিক সহযোগিতায় আমি শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেয়েই আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে। আমরা আশাকরি সামনে বিগত দিনে এ ধারা অব্যাহত থাকবে।

 
ভোট পেতে হলে জনগনের আস্থা অর্জন ও আচার আচরণে পরিবর্তন আনতে হবে----হারুন
রাজবাড়ীর সাংবাদিকদের সাথে পৌর জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা
বাংলাদেশের মানুষ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে আর দেখতে চায় না-- খৈয়ম
সর্বশেষ সংবাদ